খবর
- Admin
কাতার প্রবাসী কল্যাণ পরিষদ কাঁঠালতলী’র পূর্ণাঙ্গ কমিটির অভিষেক ও আনন্দ ভ্রমণ
কাতার প্রবাসী কল্যাণ পরিষদ কাঁঠালতলী’র পূর্ণাঙ্গ কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সম্প্রতি কাতারের আলখোর অঞ্চলের পারপেল আইসলেন্ডে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া বাংলাদেশের ৫৪ তম মহান বিজয় দিবস উপলক্ষে পরিষদের উদ্যোগে আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়।
অভিষেক অনুষ্ঠানে সংগঠনের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাহেদ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুর রহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রায়হান আহমেদ, আল-ইহসান সমাজকল্যাণ সংস্থা দক্ষিণভাগের সভাপতি আব্বাস উদ্দিন। এসময় সংগঠনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থায়ী কমিটির প্রধান রায়হান আহমেদ, এলাইছ আহমেদ, খালেদ আহমেদ, কামরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ফরহাদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নোমান আহমদ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতি নুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শাহীন আহমদের স্বাক্ষরিত প্যাডে ৬৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি, মখলিছুর রহমানকে প্রধান করে ১৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং রায়হান আহমদকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট স্থায়ী কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পূর্নাঙ্গ কমিটি কাঁঠালতলী এলাকার কাতার প্রবাসীদের যেকোনো সমস্যা সমাধানে এগিয়ে আসবে। প্রবাসীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এই সংগঠনের মাধ্যমে কাতারে অবস্থানরত প্রবাসীদের মধ্যে সেতুবন্ধন আরও সুদৃঢ় হবে। এছাড়া সংগঠনটি এলাকার উন্নয়নেও ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
কমিটি ঘোষণা শেষে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, কাতার প্রবাসী কল্যাণ পরিষদ, কাঁঠালতলী ২০১৮ সালে যাত্রা শুরু করে। চলতি বছরের ১৮ নভেম্বর আহ্বায়ক কমিটির মাধ্যমে একটি আংশিক কমিটি পুনর্গঠন করা হয়। আহ্বায়ক কমিটিকে পূর্নাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দিষ্ট সময় বেধে দেওয়া হয়। যার পরিপ্রেক্ষিতে পূর্ণাঙ্গ কমিটির রূপ পেল।
Share:
RECENT POSTS
-
বাংলাদেশ বিমানে ৫২৫ জনের চাকুরির সুযোগ!
ডিসেম্বর ২৩, ২০২৪ চাকরী -
ওজন কমাবে এই ৫ ফল
ডিসেম্বর ২৩, ২০২৪ লাইফস্টাইল -
ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ সাড়ে তিন ঘণ্টা পর সচল
ডিসেম্বর ২৩, ২০২৪ আইসিটি -
৮ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্ক করল ইউজিসি
ডিসেম্বর ২৩, ২০২৪ শিক্ষা -
ইতালিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত
ডিসেম্বর ২৩, ২০২৪ প্রবাস