খবর
- Admin
চলাচলের রাস্তা রেলপথে বিলীন
প্রায় দেড় যুগের বেশি সময় ধরে বন্ধ রয়েছে মৌলভীবাজারের কুলাউড়া-শাহবাজপুর রেললাইন। এই রেললাইনের পাশ দিয়ে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের চরগ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তা ছিল। বর্তমানে রেললাইনের পুনর্বাসনের কাজ চলছে।
রেলপথ সংস্কার ও সম্প্রসারণের কারণে চরগ্রাম-শাহবাজপুর রাস্তাটি নিশ্চিহ্ন হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন ওই এলাকার মানুষ।
কারণ- সংশ্লিষ্টরা চলাচলের বিকল্প রাস্তা না রেখে প্রকল্পের কাজ চালিয়ে যাওয়ায় তাদের এখন ভোগান্তি পোহাতে হচ্ছে। এই পরিস্থিতিতে চলাচলের বিকল্প রাস্তা নির্মাণের জন্য এলাকাবাসী সম্প্রতি কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্পের পরিচালকের বরাবরে আবেদন করেছেন।
লিখিত আবেদন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুলাউড়া-শাহবাজপুর রেলপথটি বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের চরগ্রামের ভেতর দিয়ে বয়ে গেছে। বহু বছর ধরে চরগ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ রেললাইনের পাশ ঘেঁষেই চলাচল করে আসছিলেন। পাশাপাশি ছোটখাটো বিভিন্ন ধরনের যানবাহন চলাচলের কারণে রেললাইনের পাশে একটি রাস্তা তৈরি হয়। যা চরগ্রাম-শাহবাজপুর রাস্তা হিসাবে পরিচিতি। মানুষের চলাচলের সুবিধার্থে কয়েক বছর আগে রাস্তার এক পাশে মাটি ফেলে তা কিছুটা প্রশস্ত করা হয়। বর্তমানে চরগ্রামসহ আশপাশের কয়েক গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তা এটি।
এদিকে প্রায় দেড় যুগের বেশি সময় ধরে বন্ধ থাকা কুলাউড়া-শাহবাজপুর রেললাইন আবারও চালুর লক্ষ্যে পুনর্বাসনের কাজ শুরু হয়েছে। এতে ওই প্রকল্পের আওতায় নির্মিত রেললাইনের সঙ্গে মিশে যাওয়ায় চরগ্রাম-শাহবাজপুর রাস্তাটি বিলুপ্ত হয়ে গেছে। এতে চরগ্রামসহ আশপাশের কয়েক গ্রামের মানুষ চরম বিপাকে পড়েছেন।
চরগ্রামের বাসিন্দা নিজাম উদ্দিন, নজরুল ইসলাম, মাসুক উদ্দিন, সামছুল ইসলাম, সত্য বিশ্বাস, লাইলী বেগম, আমিনা বেগম, সাইদ হাসান ও জুয়েল আহমদ প্রমুখ জানান, তারা কয়েক যুগ ধরে রেললাইনের পাশ দিয়ে যাওয়া-আসার কারণে সেখানে রাস্তা তৈরি হয়েছে। এই রাস্তা দিয়ে কয়েকটি এলাকার মানুষ নিয়মিত চলাচল করেন। এটিই তাদের চলাচলের একমাত্র রাস্তা। আর চলাচলের বিকল্প কোনো পথ নেই। সম্প্রতি ট্রেন চালুর লক্ষ্যে রেললাইনে কাজ শুরু হয়েছে। বিকল্প কোনো পথ না রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রেললাইন সংস্কার ও সম্প্রসারণ করায় তাদের চলাচলের একমাত্র রাস্তাটি বিলুপ্ত হয়ে গেছে। এতে তাদের চলাচলে অসুবিধা হচ্ছে। এখন রাস্তা তৈরি না করে দিলে যখন ট্রেন লাইন চালু হবে তখন তারা কোন পথে বের হবেন? তাই তারা একটি রাস্তা নির্মাণের জন্য রেললাইন প্রকল্পের পরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে আবেদন করেছেন।
স্থানীয় ইউপি সদস্য মাসুক উদ্দিন বলেন, স্বাধীনতার পর থেকেই চরগ্রামসহ আশপাশের এলাকার মানুষ রেললাইনের পাশ দিয়ে চলাচল করছেন। দীর্ঘদিন রেললাইন বন্ধ থাকায় সেখানে রাস্তা তৈরি হয়ে গিয়েছিল। বর্তমানে রেললাইনের সংস্কার কাজ চলছে। মানুষের চলাচলের বিকল্প কোনো রাস্তা তৈরি না করে সংশ্লিষ্টরা রেললাইনের কাজ করছেন। এতে চলাচল করতে স্থানীয়দের সমস্যা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিকল্প একটা পথ তৈরি করে দিলে মানুষের চলাচল করতে অনেক সুবিধা হবে।
এই বিষয়ে জানতে কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্পের পরিচালক মো. সুলতান আলীর মুঠোফোনে রোববার দুপুরে কয়েকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
Share:
RECENT POSTS
-
বাংলাদেশ বিমানে ৫২৫ জনের চাকুরির সুযোগ!
ডিসেম্বর ২৩, ২০২৪ চাকরী -
ওজন কমাবে এই ৫ ফল
ডিসেম্বর ২৩, ২০২৪ লাইফস্টাইল -
ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ সাড়ে তিন ঘণ্টা পর সচল
ডিসেম্বর ২৩, ২০২৪ আইসিটি -
৮ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্ক করল ইউজিসি
ডিসেম্বর ২৩, ২০২৪ শিক্ষা -
ইতালিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত
ডিসেম্বর ২৩, ২০২৪ প্রবাস