খবর

- Admin
সড়ক ও পরিবহন খাতে দু র্নী তি তে আগে এক দল ছিল, এখন অন্য দল করছে
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সড়ক ও পরিবহন খাতে দুর্নীতি বন্ধ হয়নি। আগে এক দল ছিল, এখন অন্য দল করছে।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে রাজধানীর রমনায় বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার বিষয়ে জাতীয় সংলাপে এসব কথা বলেন তিনি। রোড সেফটি ফাউন্ডেশন এই সংলাপের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, সড়কের নৈরাজ্যের সাথে একটা পলিটিকাল প্রভাব জড়িত। তাই খুব সহজে সমাধান হবে না। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। দুর্নীতির সাথে যেহেতু রাজনৈতিক কর্মী ও নেতারা জড়িত তাই সমাধানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা রাখতে হবে।
তথ্য উপদেষ্টা বলেন, বিগত সরকারের উন্নয়ন জনবান্ধন ছিল না বলেই মানুষ সুবিধা পায়নি। ভবিষ্যতে জনবান্ধন উন্নয়নের জন্য সাধারণ মানুষের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে পলিসি ডেভেলপ করার কথা।
অনুষ্ঠানে বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসীন জানান, কোনো পুরাতন বাস রাখা হবে না। সময় দেওয়া আছে, এর মধ্যে ব্যবস্থা নেন।
তিনি বলেন, সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে স্থায়ী পরিকল্পনা করা হচ্ছে। উচ্ছেদ করে দেয়া নয়, পরিকল্পিত সমাধান করার চিন্তা করা প্রয়োজন।
অনুষ্ঠানে অংশ নেন এই খাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা।
Share:
RECENT POSTS
-
বাংলাদেশ বিমানে ৫২৫ জনের চাকুরির সুযোগ!
ডিসেম্বর ২৩, ২০২৪ চাকরী -
ওজন কমাবে এই ৫ ফল
ডিসেম্বর ২৩, ২০২৪ লাইফস্টাইল -
ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ সাড়ে তিন ঘণ্টা পর সচল
ডিসেম্বর ২৩, ২০২৪ আইসিটি -
৮ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্ক করল ইউজিসি
ডিসেম্বর ২৩, ২০২৪ শিক্ষা -
ইতালিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত
ডিসেম্বর ২৩, ২০২৪ প্রবাস